Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসকের বার্তা

নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা ওয়েব পোর্টালে স্বাগতম। শিল্প-বানিজ্য, শিক্ষা - সাহিত্য ও ঐতিহ্যে লালিত জেলাটির নাম নরসিংদী। বেলাব উপজেলার আমলাব ইউনিয়নস্থ প্রাচীন সভ্যতার নিদর্শন ওয়ারী-বটেশ্বর এ জেলার অহংকার। সংস্কৃতিতে নরসিংদীর  রয়েছে ব্যতিক্রমী সব বৈচিত্র্য। মহান মুক্তিযুদ্ধে এ জেলার আপামর জনসাধারণের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এক কথায়  সভ্যতার ঊষালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি পর্যায়ে এ জেলার গণমানুষের রয়েছে তাৎপর্যপূর্ণ সব অবদান।

বাংলাদেশের মাঠ প্রশাসনের অতীব গুরুত্বপূর্ণ ইউনিট হলো জেলা প্রশাসন। জেলা পর্যায়ে সরকারের সকল নির্বাহী কাজ সম্পাদন ও সমন্বয় সাধনের পাশাপাশি দেশের সকল জনসাধারণের আকাঙ্খাকে ধারণ ও পূরণে জেলা প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সত্যকে সামনে রেখে জেলার সকল কার্যক্রমের সমন্বয় সাধনের সুবিধার্থে একটি সমৃদ্ধ তথ্য ভান্ডার এবং যোগাযোগের সহজ ও প্রযুক্তি নির্ভর মাধ্যম হিসাবে গড়ে তোলা হয়েছে নরসিংদী জেলা ওয়েব পোর্টালটি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর স্বপ্নের ‘রুপকল্প-২০২১ ‘ ঘোষণা করেছেন। ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’বাস্তবায়নের অন্যতম গূরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সকল জেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ উদ্যোগ ইতো:মধ্যে দেশ বিদেশে প্রশংসিত হয়েছে।

বর্তমান সরকার জনগণের স্বপ্নকে বাস্তবে রূপদানের পাশাপাশি সরাসরি জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌঁছানোর লক্ষ্যে নানামুখী কার্যাক্রম গ্রহণ করেছে। জেলা প্রশাসনে ই-ফাইলিংয়ের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে গড়ে তোলা হয়েছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র।

এ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে জেলার আপামর জনসাধারণ সহজে ও স্বল্প খরচে বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন, যেমন-জমির পর্চা প্রাপ্তি,নাগরিক আবেদন ও অভিযোগ দাখিল, জন্ম নিবন্ধন সনদ প্রাপ্তি,পাসপোর্ট ও ভিসা প্রসেসিং,ভিডিও কল ও কনফারেনন্সিং এর মাধ্যমে বিয়ে পড়ানোসহ দাপ্তরিক কার্য সম্পাদন ইত্যাদি। উদ্যোক্তা ১৪২ টি পরিবারের একজন করে সদস্যের কর্মসংস্থান হয়েছে। তৈরী হচ্ছে আইটি বান্ধব মানব সম্পদ। সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ওয়েব পোর্টাল খোলাসহ ই-সার্ভিস চালু হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে সেবা প্রদানের মাধ্যমে নরসিংদীর জেলা প্রশাসন এক নব অধ্যায়ের সূচনা করেছে। ই-সার্ভিস চালুর ফলে কাজের গতি বৃদ্ধি পেয়েছে এবং স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। জনসাধারন দ্রুততার সাথে নাগরিক সেবা পাচ্ছেন এবং সেবার মান ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অর্জণ আমাদের সকলের । এ সফলতাকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। নরসিংদী জেলার সকল সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিস্ঠান এবং এনজিও সমূহের পাশাপাশি নরসিংদীবাসী সম্মিলিতভাবে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড সফলভাবে পরিচালনায় জেলা প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করবেন বলেই আমি বিশ্বাস করি।

 

পরিশেষে আমি নরসিংদী জেলার অব্যাহত উন্নয়ন কামনা করছি।

                                                                                                                                                           

জেলা প্রশাসক

নরসিংদী