Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা ইনোভেশন টিম, নরসিংদী এর আগস্ট, ২০১৮ মাসের সভার কার্যবিবরণী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী

(আইসিটি শাখা)

www.narsingdi.gov.bd

 

জেলা ইনোভেশন টিম, নরসিংদী এর আগস্ট, ২০১৮ মাসের সভার কার্যবিবরণী

 

সভাপতি  : মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), নরসিংদী

তারিখ    : ১৯/০৮/২০১৮ খ্রিস্টাব্দ  

সময়      : দুপুর ১.০০ টা 

স্থান       : জেলা প্রশাসক, নরসিংদী এর সম্মেলন কক্ষ

 

           সভায় উপস্থিতির তালিকা পরিশিষ্ট “ক” তে সংযোজিত

 

            উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভাপতি কর্তৃক সভার কাজ শুরু করা হয়। সভার প্রারম্ভে সহকারী কমিশনার (আইসিটি), নরসিংদী গত 20/05/২০১৮ তারিখের সভার কার্যবিবরণী পাঠ করেন শুনান ও কোন সংশোধনী না থাকায় সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ করা হয়। অতঃপর বিষয়ভিত্তিক আলোচনা শেষে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

 

ক্রমিক

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত

বাস্তবায়নে

১.

ইনোভেশন আইডিয়া প্রদান

প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I প্রোগ্রাম হতে চলমান সার্ভিস ইনোভেশন ফান্ড হতে বরাদ্দ প্রাপ্তির জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে কমপক্ষে ২ (দুই)টি ইনোভেশন প্রকল্প দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ইনোভেশন অফিসার (সকল), নরসিংদী  

২.

Service Process Simplification

সরকারি সেবা প্রাপ্তির জন্য (Service Process Simplification) করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ইনোভেশন অফিসার (সকল) 

৩.

নাগরিক সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার

সকল দপ্তরের নাগরিক সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তি/ এসএমএস (প্রযোজ্য ক্ষেত্রে) এর মাধ্যমে সেবা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। 

জেলা/উপজেলা ইনোভেশন অফিসার (সকল) 

৪.

ডাটাবেজ তৈরি

গত ০৩/০৭/২০১৭ তারিখের ০৫.৩০.৬৮০০.১২২.০৬. ০০১.১৬-১৩৭ নম্বর স্মারকমূলে ইনোভেশন আইডিয়ার ডাটাবেজ মন্ত্রিপরিষদ বিভাগে প্রেরণ করা হয়েছে। তারপরও জেলা ও উপজেলা ইনোভেশন টিমের সদস্যদের কাছ থেকে নতুন আইডিয়া নিয়ে ডাটাবেজ তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সহকারী কমিশনার (আইসিটি), নরসিংদী

৫.

ভূমি সংক্রান্ত

ভূমি সংক্রান্ত বিষয়ে যাবতীয় নাগরিক সেবা ভোগান্তি ছাড়া সহজে প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

সহকারী কমিশনার (ভূমি), (সকল), নরসিংদী

৬.

মৌজা ম্যাপ

মৌজা ম্যাপের ঘাটতি নিরসনে মৌজা ম্যাপ প্রিন্ট করে গোল ঘরে প্রদর্শন করতে হবে।  

সহকারী কমিশনার (ভূমি), (সকল), নরসিংদী

৭.

উপজেলায় তথ্য সেবা কেন্দ্র ও Free WiFi Zone

প্রত্যেক উপজেলায় তথ্য সেবা কেন্দ্র ও Free WiFi Zone করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও ইনোভেশন অফিসার (সকল) 

৮.

রেকর্ড রুমের নথি

রেকর্ড রুমের নথি বৈজ্ঞানিক উপায়ে সাজিয়ে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

সহকারী কমিশনার (ভূমি) (সকল)

৯.

কৃষকদের জন্য সেবা

এ জেলার কৃষকদের ন্যাশনাল আইডি নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ এবং মোবাইলের মাধ্যমে কৃষদের বিভিন্ন নোটিফিকেশন, রোগ প্রতিরোধ ও প্রতিকারের বিষয়ে নতুন আইডিয়া গ্রহণের জন্য উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদীকে অনুরোধ করা হয়।

উপ-পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী

১০.

তথ্য কেন্দ্র স্থাপন

সকল  উপজেলায় বিভিন্ন অফিসের সেবা সম্পর্কে ধারণা প্রদান করার জন্য একটি তথ্য কেন্দ্র স্থাপন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার ও ইনোভেশন অফিসার (সকল), নরসিংদী  

ক্রমিক

আলোচ্য বিষয়

সিদ্ধান্ত

বাস্তবায়নে

১১.

মজা পুকুর উদ্ধার

সহকারী কমিশনার (ভূমি)গণ কর্তৃক মজা পুকুর উদ্ধার পূর্বক পরিষ্কার করে মাছ চাষ করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি)(সকল), নরসিংদী  

 

বিবিধঃ ইনোভেশন টিমের সদস্যদের ফেসবুকের Public Service Innovation Bangladesh গ্রুপ-এ সক্রিয় অংশগ্রহণ, উদ্ভাবন বিষয়ে নিয়মিতভাবে লেখা এবং সদস্য না হয়ে থাকলে অবিলম্বে সদস্য হওয়ার জন্য অনুরোধ করেন। উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারী সকল কর্মকর্তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

পরিশেষে অন্য কোন আলোচ্য বিষয় না থাকায় প্রধান অতিথির মূল্যবান বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং জেলা টিমের সদস্যদের স্ব- স্ব দায়িত্ব যথাযথভাবে পালন করার অনুরোধ জানিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

স্বাক্ষর

মোঃ সাইফুল ইসলাম

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

নরসিংদী

ফোন +৮৮০২৯৪৬৩১৮৬

ফ্যাক্স +৮৮০২৯৪৬৪৪৩৩

e-mail: adcictnarsingdi@gmail.com

 

স্মারক নং- ০৫.৩০.৬৮০০.১২২.০৩.০০১.১৮- ১৯৪                                      তারিখঃ        

২৯  ভাদ্র, ১৪২৫  বঙ্গাব্দ

১৩ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিস্টাব্দ

 

 

 

 

বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১। মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা

২। কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা

৩। মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক, এটুআই প্রোগ্রাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বিসিসি ভবন, আগারগাঁও, ঢাকা

৪। জেলা প্রশাসক, নরসিংদী

৫। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইনোভেশন অফিসার (সকল) ………………, নরসিংদী  

৬। সহকারী কমিশনার, (ভূমি) ……………., নরসিংদী

৭। জনাব ……….......………………………………………

………………………………………...………………, নরসিংদী

৮। অফিস কপি