Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলার পটভূমি

রাজা নরসিংহ পঞ্চদশ শতাব্দীর প্রথমদিকে ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে একটি ছোট নগর প্রতিষ্ঠা করেছিলেন। নরসিংহ নামের সাথে পরবর্তীতে দী যুক্ত হয়ে নরসিংদী নামের উৎপত্তি হয়েছে। জমিদারি আমলে নরসিংদী অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অন্তর্ভুক্ত ছিল। জমিদারি প্রথা বিলুপ্তির পর নরসিংদী ঢাকা জেলাধীন নারায়নগঞ্জ মহকুমার একটি থানায় পরিনত হয়। ১৯৭৭ সালে নরসিংদীকে ঢাকা জেলাধীন একটি মহকুমায় উন্এনীত করা হয়। ১৯৮৪ সালে সরকারি ঘোষণার প্রেক্ষিতে নরসিংদী জেলা হিসেবে আত্মপ্রকাশ করে।