Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সংবাদ বিজ্ঞপ্তি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী

(রাজস্ব শাখা)

স্মারক নং- ৩১.৩০.৬৮০০.১০৭.৩২.০০১.১৯ -                                                                                                                                                                             তারিখ :----------------------------------

জলমহাল ইজারা বিজ্ঞপ্তি

 

            এতদ্বারা নিবন্ধিত মৎস্যজীবী সমবায় সমিতি সমূহকে জানানো যাচ্ছে যে, ভূমি মন্ত্রণালয়ের ২৩.০৬.২০০৯ খ্রি: তারিখের ভূ:ম:/শা-৭/বিবিধ (জল)/০২/২০০৯- ১৯১ নং স্মারকে জারীকৃত সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ অনুযায়ী নরসিংদী জেলাধীন নিম্নলিখিত ২০ (বিশ) একরের উর্দ্ধে বদ্ধ জলমহাল নিম্নে বর্ণিত শর্ত মোতাবেক ১৪২৬ বাংলা সন হতে ১৪২৮ বাংলা সন পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদে প্রকৃত মৎস্যজীবীদের অনুকূলে ইজারা বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে আবেদন আহবান করা হচ্ছে ।

            আবেদন ফরম আগামী ০৩.০৩.২০১৯ হতে ০৫.০৩.২০১৯ খ্রি: পর্যন্ত ১ম পর্যায় ১০.০৩.২০১৯ হতে ১২.০৩.২০১৯ খ্রি: পর্যন্ত ২য় পর্যায় এবং ১৮.০৩.২০১৯ হতে ২০.০৩.২০১৯ খ্রি: তারিখ পর্যন্ত ৩য় পর্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে নগদ ৫০০/- (পাঁচশত) টাকা দিয়ে (অফেরত যোগ্য) ক্রয় করতে হবে । উপরোক্ত সময়সূচী অনুযায়ী ১ম বার প্রকৃত মৎস্যজীবী হতে আবেদন পাওয়া না গেলে বা অন্য কোন কারণে ইজারা বন্দোবস্ত প্রদান করা সম্ভব না হলে পর্যায়ক্রমে ২য় ও ৩য় বার আবেদনপত্র গ্রহণ করা হবে । এক্ষেত্রে পুন: ইজারা বিজ্ঞপ্তি প্রচার করা হবে না । আবেদন পত্র ক্রয়ের শেষ তারিখ হতে পরবর্তী ৩(তিন) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় জমা প্রদান করতে হবে । ইজারার অন্যান্য শর্তাদি সিডিউল বিক্রয়ের সাথে প্রদান করা হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি জেলা প্রশাসকের কার্যালয় এর রাজস্ব শাখা এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস হতে জানা যাবে ।

 

  : জলমহালের বিবরণ :                               

ক্র:

নং

উপজেলার

নাম

জলমহালের

নাম

           তফসিল পরিচয়

পূর্বের ৩বছরের

ইজারা মূল্য

সরকারি মূল্য

সময়কাল

মন্তব্য

রায়পুরা

দরগার বিল

মৌজা- রাধানগর ও পীরপুর

খতিয়ান      দাগ        পরিমাণ

    ১       ৪৬১,৭৭৬,-  ৩০.৬১ একর 

            ৪০৭,১১২৫

১,৫৯,০০০/-

১,৬৬,৯৫০/-

১৪২৬ হতে

১৪২৮ বাংলা সন পর্যন্ত

 

রায়পুরা

দেশওয়ারী

বিল

মৌজা-মনোহরাবাদ,সাহারচর ও নিজগাও

খতিয়ান   দাগ        পরিমাণ

   ১        ২৫৩      ৪১.২২ একর

           ১০২৭      ৩৯.৩০  “

           ১২৬৮      ১৯.৩১  “

                        ৯৯.৮৩ একর

 

  ২৪,০০০/-

  ২৫,২০০/-

   ঐ

 

বেলাব

বড়দোয়া

বিল

মৌজা- চরবাঘবের

খতিয়ান    দাগ       পরিমাণ

   ১        ৮৪৫৩    ২৯.৭০ একর

 

  ৪৫,০০০/-

  ৪৭,২৫০/-

   ঐ

 

 

শর্তসমূহ  :

১।    মৎস্যজীবী সমবায় সমিতি সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হতে হবে ।

২।    সমিতিতে প্রকৃত মৎস্যজীবী ব্যতীত অন্য কোন সদস্য থাকলে ঐ সমিতি আবেদন করার যোগ্য হবেন না ।

৩।    জলমহালের তীরবর্তী বা নিকটবর্তী মৎস্যজীবী সমবায় সমিতি অগ্রাধিকার পাবে ।

৪।   আবেদনকারী সমবায় সমিতি যে বর্তমানে কার্যকর আছে এ বিষয়ে জেলা/ উপজেলা সমবায় কর্মকর্তা/ সমাজসেবা কর্মকর্তার

      প্রত্যয়ন পত্র ও বিগত ০২ (দুই) বছরের অডিট রিপোর্ট দাখিল করতে হবে ।

৫।   সমিতির ঠিকানা ও সকল সদস্যদের নামের তালিকা ও ঠিকানা নির্ধারিত ফরমে আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং

       অনুরুপ তালিকা উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির নিকট দাখিল করতে হবে ।

 

                                                                           -২-

৬।   আবেদনের সাথে সমিতির গঠনতন্ত্রের কপি, ব্যাংক একাউন্টের লেনদেন সংক্রান্ত প্রত্যয়ন পত্র, সত্যায়িত পাসপোর্ট সাইজের

      ছবি এবং জলমহালে মৎস্য চাষ/ উৎপাদন সংক্রান্ত বিষয়ে ব্যবস্থাপনা প্রতি বছরের পরিকল্পনা বা রুপরেখা সংযুক্ত করতে

      হবে । আবেদন অসম্পূর্ণ থাকলে তা বাতিল হবে ।

৭।    আবেদনকারী সমিতি/সংগঠনকে যাচাই বাছাইকালে কোন জঙ্গি সম্পৃক্ততা থাকলে এবং পূর্বে ইজারা মূল্য পরিশোধে খেলাপী

       হয়ে থাকলে বা কোন আদালতে মামলা/ সার্টিফিকেট মামলা থাকলে জলমহাল বন্দোবস্ত প্রদান করা হবেনা । 

৮।   জলমহালের ইজারা মূল্যের ২০% ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার জামানত হিসাবে আবেদনের সাথে দাখিল করতে হবে  এবং ইজারা

       মূল্যের উপর ১৫ % ভ্যাট ও ৫% আয়কর চালানের মাধ্যমে জমা দিতে হবে ।                                            

৯।   কোন অবস্থাতেই জলমহাল সাবলীজ প্রদান করা যাবেনা । সাবলীজ প্রদান করা হলে লীজ বাতিল করা হবে এবং লীজমানি

      সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে ।

১০।  কোন সমিতি ০২ (দুই) টির অধিক জলমহাল ইজারা নিতে পারবে না ।

১১।   জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা ২০০৯ (সর্বশেষ সংশোধনীসহ) অনুযায়ী সকল কার্যক্রম পরিচালিত হবে । 

 

 

                                                                                                     

সৈয়দা ফারহানা কাউনাইন

       জেলা প্রশাসক

         নরসিংদী

                                                                                                                 ফোন+৮৮০২৯৪৬২৫০০

                                                                                                               ফ্যাক্স+৮৮০২৯৪৬৪৪৩৩

                                                                                                    e-mail: dcnarsingdi@mopa.gov.bd

অনুলিপি  : মহোদয়ের সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে প্রেরণ করা হলো (জ্যৈষ্ঠতার ভিত্তিতে নহে) :

১।  জনাব এ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৪ ও মন্ত্রী, শিল্প মন্ত্রণালয় (সদয় অবগতির

     জন্য) ।

২।  জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু, মাননীয় সংসদ সদস্য, নরসিংদী-৫ (সদয় অবগতির জন্য) ।

৩।  সচিব, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা (সদয় অবগতির জন্য) ।

৪।  চেয়ারম্যান, ভূমি সংস্কার বোর্ড, ঢাকা (সদয় অবগতির জন্য) ।

৫।  বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগ, ঢাকা (সদয় অবগতির জন্য) ।

৬।  পুলিশ সুপার, নরসিংদী ।

৭।  সিভিল সার্জন, নরসিংদী ।

৮।  চেয়ারম্যান, রায়পুরা পৌরসভা, নরসিংদী

৯।  জেলা মৎস্য কর্মকর্তা, নরসিংদী

১০।  জেলা সমবায় কর্মকর্তা, নরসিংদী

১১। উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নরসিংদী

১২। নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, নরসিংদী

১৩। উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, নরসিংদী

১৪। বিভাগীয় বন সংরক্ষক / সহকারী বন সংরক্ষক, নরসিংদী

১৫। উপজেলা নির্বাহী অফিসার, রায়পুরা / বেলাব, নরসিংদী ।

১৬। সহকারী কমিশনার (ভূমি), রায়পুরা / বেলাব, নরসিংদী । তাকে হাট বাজারে মাইক / ঢোল শহরতের মাধ্যমে ব্যাপক প্রচারের

      জন্য অনুরোধ করা হলো ।

১৭। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নরসিংদী

১৮। জেলা তথ্য অফিসার, নরসিংদী

১৯। চেয়ারম্যান,.................................ইউনিয়ন পরিষদ, রায়পুরা / বেলাব,  নরসিংদী ।

২০। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, ......................ইউনিয়ন ভূমি অফিস, রায়পুরা / বেলাব,  নরসিংদী । তাকে হাট বাজারে

      মাইক / ঢোল শহরতের মাধ্যমে ব্যাপক প্রচারের এবং সার্ভিস রিটার্ন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো ।

২১। সভাপতি / সেক্রেটারী ..................................................... মৎস্যজীবী সমবায় সমিতি ...................................................................................................................................

২২। জনাব .............................................................................................................................