বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব আবদুল কাদির মোল্লার অর্থায়নে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে নরসিংদী পৌরসভাধীন বাসাইল মৌজায় প্রতিষ্ঠিত হয়েছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের স্থায়ী ক্যাম্পাস। প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশ ও নান্দনিক কারুকার্যের সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠানে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন, দুইটি একাডেমিক ভবন (একটি টিনশেড ও একটি তিনতলা), সুসজ্জিত নামায ঘর, কমরুম, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ক্যান্টিন, অতিথি কক্ষসহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার। রয়েছে প্রশস্ত মিলনায়তন, সমৃদ্ধ পাঠাগার। নরসিংদী শহর ও আশেপাশের এলাকা থেকে খুব সহজে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। ছাত্রীদের জন্য তিনটি ছাত্রীনিবাস ও ছাত্রদের জন্য রয়েছে ছাত্রাবাস।
বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব আবদুল কাদির মোল্লার অর্থায়নে ঢাকা সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে নরসিংদী পৌরসভাধীন বাসাইল মৌজায় প্রতিষ্ঠিত হয়েছে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের স্থায়ী ক্যাম্পাস। প্রাকৃতিক নয়নাভিরাম পরিবেশ ও নান্দনিক কারুকার্যের সমন্বয়ে গড়া এই প্রতিষ্ঠানে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন, দুইটি একাডেমিক ভবন (একটি টিনশেড ও একটি তিনতলা), সুসজ্জিত নামায ঘর, কমরুম, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ক্যান্টিন, অতিথি কক্ষসহ আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ বিজ্ঞানাগার। রয়েছে প্রশস্ত মিলনায়তন, সমৃদ্ধ পাঠাগার। নরসিংদী শহর ও আশেপাশের এলাকা থেকে খুব সহজে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। ছাত্রীদের জন্য তিনটি ছাত্রীনিবাস ও ছাত্রদের জন্য রয়েছে ছাত্রাবাস।
দক্ষ ব্যবস্থাপনা ও চৌকস শিক্ষকমন্ডলীর পরিচর্যায় বেড়ে উঠবে শিক্ষার্থীদের মানস এই ব্রত নিয়ে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের যাত্রা। যাত্রার শুরুতেই ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৫ জন। ২০০৯ সালে শতভাগ পাশে ঢাকা বোর্ডে ৫ম ও সারাদেশে ৬ষ্ঠ। ২০১০ সালে শতভাগ পাশ এবং জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত। ২০১১ তে শতভাগ পাশে ৪র্থ এবং ঢাকা বোর্ডে সেরা বিশে ৭ম স্থান অর্জন করে কলেজটি দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। বর্তমানে নরসিংদী জেলা ও আশেপাশের জেলার এক আস্থার নাম আবদুল কাদির মোল্লা সিটি কলেজ।
একাদশ শ্রেণী- ছাত্র ------- ২০৯
ছাত্রী ------ ১৯৪
দ্বাদশ শ্রেণী - ছাত্র --------- ১৯৫
ছাত্রী -------- ১৪৯
মোট -------- ৭৪৭
৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি
১। আলহাজ্ব আবদুল কাদির মোল্লা - সভাপতি
২। মিসেস নাছিমা বেগম - সদস্য
৩। প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া - সদস্য
৪। ড. মশিউর রহমান মৃধা - অধ্যক্ষ/সদস্য সচিব
সাল মোট পরীক্ষার্থী মোট পাশ পাশের হার
২০০৮ ৮৬ ৮৫ ৯৯%
২০০৯ ১৭২ ১৭২ ১০০%
২০১০ ১৯১ ১৯১ ১০০%
২০১১ ২০৯ ২০৯ ১০০%
২০০৯ ইং সনে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে ৫ম (সারা বাংলাদেশে সকল বোর্ডে ৬ষ্ঠ) স্থান, ২০১০ ইং সনে শতভাগ পাশসহ ঢাকা বোর্ড কর্তৃক জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত, ২০১১ ইং সনে সেরা বিশে ৭ম স্থান এবং শতভাগ পাশের তালিকায় ৪র্থ স্থান অর্জন করে।
আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর সেরা প্রতিষ্ঠান তৈরি করা।
ঢাকা - সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে
গ্রাম: বাসাইল, উপজেলা : সদর, জেলা: নরসিংদী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস