Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রামনগর বড় জামে মসজিদ

রামনগর বড় মসজিদ, বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রায়পুরা, নরসিংদী


নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে মোঘল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি প্রাচীন মসজিদ রয়েছে। মসজিদটি রামনগর বড় মসজিদ নামে সমধিক পরিচিত। মসজিদটির গায়ে খচিত শিলালিপি থেকে দেখা যায় যে, মসজিদটি ১৯২৪ খ্রিষ্টাব্দে /১৩৩১ বঙ্গাব্দে নির্মিত হয়েছে। বয়োজেষ্ঠ্যগণের নিকট থেকে জানা যায় যে, মদিনা আল-মুনাওয়ারার বিখ্যাত আলেম হযরত মাওলানা জয়নুল আবেদীন (রঃ) ইসলাম ধর্মের দাওয়াত দিতে ভারতবর্ষে আগমন করেন। তিনি প্রতিবছর বজরা নৌকায় চড়ে রামনগর পুল ঘাটে আসতেন এবং সমবেত গ্রামবাসীদের ইসলাম ধর্ম সম্পর্কে বয়ান করতেন। মসজিদটি নির্মাণ সম্পন্ন হওয়ার প্রায় ১০ বছর পূর্বে রামনগর পুল ঘাটে হযরত মাওলানা জয়নুল আবেদীন (রঃ) এর আগমন ঘটলে মুরিদানগণ ইটের তৈরী দালান বাড়ি নির্মাণের অনুমতি চাইলে তিনি সর্বাগ্রে ইটের তৈরী আল্লাহর ঘর মসজিদ নির্মাণের নির্দেশনা প্রদান করেন। সে সময়ে এই এলাকায় ইটের ভাটা না থাকায় শুধুমাত্র মসজিদটি নির্মাণের নিমিত্ত রামনগর গ্রামের উত্তর জাগোরার চরে বিশেষ ধরণের ইট তৈরীর ভাটা স্থাপন করা হয়। ভাটার ইট এবং চুন- সুড়কি সমন্বয়ে মসজিদের অবকাঠামো নির্মাণের জন্য কলকাতা এবং গম্বুজ ও খিলানসমূহ নির্মাণের জন্য দিল্লি থেকে কারিগর আনা হয়। গম্বুজের বহির্ভাগে খচিত নকশায় হল্যান্ড, জাপান ও বিলেত থেকে সংগৃহীত চীনামাটির বাসনের খন্ডিত অংশ ব্যবহার করা হয়। এভাবে মসজিদটি নির্মাণ করতে দীর্ঘ প্রায় ১০ বছর সময় লাগে। প্রায় শত বছরের পুরাতন ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত ০৮ জানুয়ারি ২০২৩ খ্রিষ্টাব্দ / ২৪ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে। ঘোষণাটি গত ২৩ মার্চ ২০২৩ তারিখ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে (২০২৩ সালের ১২ নম্বর গেজেটের প্রথম খন্ড)।


সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

 

শাখা-৬

 

প্রজ্ঞাপন


তারিখ: ২৪ পৌষ ১৪২৯/০৮ জানুয়ারি ২০২৩


নং ৪৩.০০.০০০০.১১৪.০১৬.১৩৮.২২-২৯ – ১৯৬৮ ইং সালের (১৪ নং আইন) (১৯৭৬ সালে সংশোধিত) পুরাকীর্তি আইনের ১০ নং ধারার (১) উপ-ধারার প্রদত্ত ক্ষমতাবলে সরকার কর্তৃক নিম্ন তফসিলভুক্ত প্রত্নসম্পদ “সংরক্ষিত প্রত্নসম্পদ" বলিয়া ঘোষণা করা হইল :


ক্রমিক

প্রত্নসম্পদের অবস্থান ও পরিচিতি

প্রত্নসম্পদের ভূমির বিবরণ

জমির পরিমাণ

(একরে)

চৌহদ্দী

মালিকানা

প্রত্নতত্ত্ব

অধিদপ্তরের

নিকট

(একরে)

মালিকানা

হস্তান্তরে

সম্মত কিনা

মন্তব্য

মৌজা

খতিয়ান নং

দাগ নং

১০

১.

নরসিংদী জেলার রায়পুরা উপজেলাস্থ রামনগর বড় জামে মসজিদ

রামনগর

সি.এস-২, ৩,৪ ও ৫

এস.এ- ৫ ও ১১

আর.এস-২৬৭

সি.এস-৪৮১

এস.এ-৪৮১ আর.এস-১২৫১

০.৫৯ একর

উত্তর: পাকা রাস্তা

দক্ষিণ: বাড়ি

পূর্ব: পাকা রাস্তা ও কবরস্থান

পশ্চিম: নতুন মসজিদ

রামনগর জামে মসজিদ ওয়াকফ স্টেট পক্ষে- মোতয়াল্লী আব্দুল হামিদ

পিং হাজী আব্দুর রহমান

সাং নিজ

হ্যাঁ






                                                রাষ্ট্রপতির আদেশক্রমে


                                               রাজীব কুমার সরকার

                                                 উপসচিব