Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বানিজ্য

দেশের ৬৪টি জেলার মধ্যে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে নরসিংদী জেলার একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। প্রাচ্যের ম্যানচেস্টার বলে খ্যাত শেখের চর(বাবুর হাট) এ জেলায় অবস্হিত। বাংলাদেশের বস্ত্র চাহিদার প্রায় সিংহভাগ পূরণ হচ্ছে এ বাবুর হাট(শেখেরচর) থেকে।রপ্তানি বাণিজ্যের অনেক শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে। যথা: থার্মেক্স গ্রুপ, জুয়েল ভুইয়া গ্রুপ, ভাই ভাই গ্রুপ (স্মার্ট লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি)সহ আরো অনেক প্রতিষ্ঠান।ফলমূল ও সবজি উৎপাদন এবং বিক্রয়ে এ জেলার উল্লেখযোগ্য অবদান রয়েছে।যথা: কলা, লটকন, আনারস, কাঁঠাল, বেগুন, কাকরল, বরবটি, শশা,পেপেঁ ইত্যাদি উল্লেখযোগ্যে। এছাড়া সোনালী আঁশ পাট উৎপাদন ও ক্রয় বিক্রয় প্রতিষ্ঠা্ন এ জেলায় বিদ্যমান।