বিদ্যালয়টি উপজেলার নিকটবর্তী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৫কক্ষ বিশিষ্ট ১টি সেমিপাকা ভবন ও দুই কক্ষ বিষিষ্ট একটি পাকা ভবন যার কক্ষ ২টি ১ কক্ষ করে পূর্ব ও পশ্চিমে নির্মিত।
তুলাতলীর বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব মরহুম জনাব আব্দুস সোবহান খান ও জমিদাতা মরহুম কাজী ফজলুর রহমান ও এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গের চেষ্টায় ১৯৭২ সালে বিদ্যারয়টি প্রতিষ্ঠিত হয় যা ১৯৭৩ সালে সরকারী অনুমোদন লাভ করে। প্রতিষ্ঠার পর হতে বিদ্যালয়টি সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
শিশু শ্রেণী : ২২ জন,
১ম শ্রেণী: ৭৩ জন,
২য় শ্রেণী: ৬৯ জন,
৩য় শ্রেণী: ৮১ জন,
৪র্খ শ্রেণী: ৭২ জন,
৫ম শ্রেণী: ৬৫ জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা:৩৮২
পরিচালনা পরিষদের সভাপতি : জনাব কাজী আসাদুর রহমান মিলন
সদস্য সংখ্যা ১২ জন এর মধ্যে পুরুষ ৮জন ও মহিলা ৪জন।
২০০৭ সালে ১০০%,
২০০৮সালে ১০০%,
২০০৯সালে ৯০%,
২০১০ সালে ১০০%,
২০১১ সালে ৯৫%,
পৌরসভার অন্তর্গত হওয়ায় শিক্ষা বৃত্তি নাই
উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকে বিভিন্ন পেশায় দেশ বিদেশে প্রতিষ্ঠিত
মেধাসম্পন্ন, দেশপ্রেমিক সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার মাধ্যমে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে জাতীয় অঙ্গনে বিদ্যালয়টিকে প্রতিষ্ঠিত করা।
ঢাকা-সিলেট মাহসড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস