বিদ্যালয়টি নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার সর্ব দক্ষিনে অবস্থিত। ৩টি ভবন আছে। ২টি ভবন পাকা ও ১টি আধা পাকা।
১৮০১ সালে মক্তব, বৃটিশ আমলে বেসর: উচ্চ প্রা:, পাকিস্তান আমলে আধা-সরকারী এবং ১৯৭৩ সালে জাতয়িকরন করা হয়।
শিশু শ্রেনী- ৫১ জন,
প্রথম শ্রেণী-৫০ জন,
২য় শ্রেণী-৬০ জন,
৩য় শ্রেণী-৫৮ জন,
৪র্থ শ্রেণী-৬৭ জন,
৫ম শ্রেণী-৪৪ জন।
পরিচালনা পর্ষদের সভাপতি-বদরুজ্জামান ভূঞা
মোট সদস্য ১২ জন, সভাপতি-১ জন, সহ-সভাপতি-১ জন, বিদ্যোৎসাহী-পুরুষ ০১জন, মহিলা-০১জন, মেধা অভিভাবক-১ জন, উচ্চ বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি-১ জন, শিক্ষক প্রতিনিধি- ১জন, সদস্য সচিব- ১জন, ইউপি সদস্য- ১জন, সদস্য- ২ জন, জমিদাতা- ১ জন।
২০০৭ সাল: ৮৮%,
২০০৮ সাল:১০০%,
২০০৯ সাল:১০০%,
২০১০ সাল:৯৭%,
২০১১ সাল:১০০%
৩ জন শিক্ষক ছেলেমেয়ের জন্য শিক্ষাবৃত্তি পায়।
আধুনিক তথ্য ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা।
সুগম (বাস, অটোরিক্সা, পায়ে হেঁটে)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস