বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের সানেরবাড়ি গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের পিছনে একটি বড় দীঘি আছে এব্ং উপজেলা সংলগ্ন পাকা রাস্তা।
৩৯ সালে ব্রিটিশ উপনিবেশী কালে বিদ্যানুরাগী যুবক প্রতিষ্ঠাতা শিক্ষক আ: রহমান এবং ব্যাক্তির উদ্যোগে স্থানীয় জনগনের ঐকামিত্মক প্রচেস্টা ও আগ্রহে বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে। শারদা সুন্দরী নাম্মী এক বদান্য বিধবা মহিলার ৫০ শতাংশ জমি দানে বর্তমান বিদ্যালয়টি। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করন করা হয়। ১৯৯৫ সালে বিদ্যালয়টি মডেল বিদ্যালয় নমে রূপামত্মরিত হয়।
শিশু শ্রেণী- ৫৫ জন,
১ম শ্রেণী- ৭২ জন ,
২য় শ্রেণী- ৭১ জন
৩য় শ্রেণী-৮৭ জন ,
৪র্থ শ্রেণী-৫২ জন ,
৫ম শ্রেণী- ৬৯ জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা:৪০৬ জন
পরিচালনা পরিষদের সভাপতি : জনাব মোঃ কামরুল ইসলাম গাজী।
অনুমোদনের তারিখঃ ৩০/০৩/২০১০ খ্রি:
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন (পুরুষ-৭ জন মহিলা-৫জন)
২০০৭ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৮%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে বিদ্যালয়ে মোট ছাত্র ছাত্রী ছিল ৩৫৬ জন ৪৫% হিসেবে ১৫৯ জন ছাত্র ছাত্রী উপবৃত্তি সুবিধা ভোগ করে এর মধ্যে ৭২ জন ছাত্রী ৮৭ জন।
বিদ্যালয়টির সাফল্যের ধারাবাহিকতায় মডেল বিদ্যালয় হিসাবে রূপামত্মরিত হয়েছে। পাশের হার শতভাগ, ঝরে পড়ার হার হ্রাস পেয়েছে। উপস্থিতি হার বৃদ্ধি পেয়েছে এবং ভর্তি শতভাগ নিশ্চিত হয়েছে।
উপস্থিতির হার ১০০% নিশ্চিত করন ও পাশের হার ১০০% ধরে রাখা। ঝরে পড়ার হার রোধ করে প্রাথমিক শিক্ষা চক্র সমাপ্তির হার শতভাগ করন।
যোগাযোগ সুগম , জেলা এবং উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার ভাল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস