জমি সংক্রান্ত তথ্যঃ ৩০শতাংশ, দাগ নং: ১৩৬৪, খতিয়ানং-৩৫৮,মৌজা- ছোট শুকুন্দী, উপজেলা- মনোহরদী, জেলা-নরসিংদী।
মোঃ আব্দুল গফুর মোল্লা জনৈক বিদ্যুৎসাহী ব্যক্তি ১৯৬৫ সালে এই বিদ্যালয়টি স্থাপনের জন্য ৩০ শতাংশ জমি দান করেন। তৎকালীন সময়ে ১০ জন শিক্ষার্থী নিয়ে কাঁচা ভবনে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল।
প্রথম শ্রেণি- ৪১ জন,
দ্বিতীয় শ্রেণি- ৪১জন,
তৃতীয় শ্রেণি- ৪৪জন,
চতুর্থ শ্রেণি- ৩০ জন,
পঞ্চম শ্রেনি- ২৪ জন,
শিশু শ্রেণি- ১১ জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-১৯১ জন
পরিচালনা কমিটির সভাপতি : মোহাম্মদ মোস্তাক আহম্মেদ( জমি দাতা সদস্য )
মোট সদস্য সংখ্যা: ১২ জন। কমিটি গঠনের তারিখ ০৬/০২/২০১০, মেয়াদ ৩ বছর।
সাল | ৫ম শ্রেণিরছাত্র/ছাত্রী সংখ্যা | পরীক্ষায় অংশ গ্রহন করী | পাশের হার |
২০০৭ | ১৫ | ১৫ | ১০০% |
২০০৮ | ২৩ | ২০ | ১০০% |
২০০৯ | ১৯ | ১৮ | ১০০% |
২০১০ | ১৯ | ১৬ | ১০০% |
২০১১ | ২৫ | ১৭ | ১০০% |
সাল | পঞ্চম শ্রেণির শিক্ষার্থী | বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন | বৃত্তিপ্রাপ্তি | ||
ট্যালে: | সাধারণ | মোট | |||
২০০৭ | ১৫ | ৫ | ০ | ০ | ০ |
২০০৮ | ২৩ | ৯ | ০ | ০৩ | ০৩ |
২০০৯ | ১৯ | ১৮ | ০ | ২ | ০২ |
২০১০ | ১৯ | ১৬ | ০ | ০ | ০ |
২০১১ | ২৫ | ১৭ | ফলাফল অপ্রকাশিত |
প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিদ্যালয়টিতে দীর্ঘ সময় পর ২০০৮সালে ৩ জন ও ২০০৯ এর ২ জন মোট ৫ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ায় এলাকায় ব্যাপক সারা পড়েছে যা এলাকার শিক্ষার প্রতি সচেতনতা সৃষ্টি হয়েছে।
শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ নিশ্চিত করণ, যোগ্যতা ভিত্তিক পাঠদানে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার উন্মেষ ঘটানো।
ছোট শুকুন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয়
মনোহরদী,নরসিংদী।
শ্রেণি | রোলনং | ছাত্র/ছাত্রীর নাম |
১ম | ০১ | মাহমাদুল হাসান |
০২ | রিফাত মিয়া | |
০৩ | ঐশী বেগম | |
২য় | ০১ | সাবিকুন নাহার |
০২ | সুমাইয়া | |
০৩ | সামিউল হাসান | |
৩য় | ০১ | আমজাদ হোসেন |
০২ | মেহবুবা আফরোজ | |
০৩ | রিফাত ইসলাম | |
৪র্থ | ০১ | জিসান মিয়া |
০২ | তাহমিনা আক্তার | |
০৩ | বিথি বেগম | |
৫ম | ০১ | সাবরিনা |
০২ | শান্তা | |
০৩ | মারিয়া বিনতে মুজিব |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস