বিদ্যালয়টিতে ১টি একতলা এবং ১টি দ্বিতল ভবন রয়েছে। এখানে মোট কক্ষের সংখ্যা ১১টি। ৯টি শ্রেণিকক্ষ এবং ২টি অফিস কক্ষ। বিদ্যালয়টি ২শিফটে পরিচালিত।বিদ্যালযের সামনে ছোট্ট একটি খেলার মাঠ রয়েছে।
অত্র এলাকার শিক্ষা বিস্তারের লক্ষ্যে জনাব বিকচান রিকাবদার এর উদ্যোগে অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের সহায়তায় প্রতিষ্ঠানটি গড়ে উঠে।
শ্রেণি | ছাত্র | ছাত্রী | মোট |
১ম | ৪৬ | ৪৫ | ৯১ |
২য় | ৬৭ | ৬৬ | ১৩৩ |
৩য় | ৬২ | ৬১ | ১২৩ |
৪র্থ | ৫৪ | ৫৪ | ১০৮ |
৫ম | ৩৯ | ৪৭ | ৮৬ |
সর্বমোট | ২৬৮ | ২৭৩ | ৫৪১ |
পরিচালনা পরিষদের সভাপতি-জনাব মো: আবু ছালেক রিকাবদার, ঠিকাদার ও রাজনীতিবিদ।
বর্তমান পরিচালনা কমিটির তথ্য:
ক্রমিক নং | নাম | ক্যাটাগরি
| পদবী |
১ | মো: আবু ছালেক রিকাবদার | জমিদাতা | সভাপতি |
২ | মো: আরজু মোল্লা | বিদ্যোৎসাহী | সহ-সভাপতি |
৩ | নাজমুন নাহার খান | বিদ্যোৎসাহী | সদস্য |
৪ | দেলুয়ারা বেগম | উচ্চ বিদ্যালয় প্রতিনিধি | সদস্য |
৫ | মাহবুবা খানম | মেধাবী অভি: প্রতিনিধি | সদস্য |
৬ | নাজমুন নাহার | অভিভাবক | সদস্য |
৭ | পারভিন সুলতানা | অভিভাবক | সদস্য |
৮ | মো:হাবিবুর রহমান | অভিভাবক | সদস্য |
৯ | মো:নাদিরুজ্জানমান রিকাবদার | অভিভাবক | সদস্য |
১০ | মো:নুরুজ্জামান রিকাবদার | ই উ পি সদস্য | সদস্য |
১১ | কাজী রৌশন আরা বেগম | বিদ্যা: প্রতিনিধি | সদস্য |
১২ | মোহাম্মদ নূরুল হক | প্রধান্ শিক্ষক | সদস্য সচিব |
সন | পাশের হার |
২০০৭ | ৮০% |
২০০৮ | ৮৬% |
২০০৯ | ৮০% |
২০১০ | ৯৬% |
২০১১ | ৯৭% |
সন | সাধারণ | ট্যালেন্টপুল |
২০০৮ | ০১ | ০৩ |
২০০৯ | - | ০৪ |
২০১০ | ০১ | ০২ |
শতভাগ ভর্তি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায ২০১০ সালে উপজেলায় স্থান অর্জন।
পাশের হার শতভাগ এবং বৃত্তি প্রাপ্তির সংখ্যা বাড়ানো সহ বিদ্যালয়টিকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা।
উপজেলা সদরের অত্যন্ত নিকটবর্তী হওয়ায় এর যোগাযোগ ব্যবস্থা ভাল।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস