বিদ্যায়টি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। বিদ্যায়টিতে ৩টি পাকা ভবন রয়েছে। যাতে ৭টি শ্রেণীকক্ষে ২শিফটে শ্রেনীকার্যক্রম চলছে। বিদ্যায়টির পশ্চিম পাশে উপজেলা সদর রাস্তা এবং দক্ষিনে রয়েছে ঢাকা-চট্রগ্রাম-সিলেট রেল লাইন।
বিদ্যালয়টি ১৯৩৯ সালে এ শ্রীরামপুর এলাকায় কিছু শিক্ষানুরাগী মহৎ ব্যক্তিবর্গের চেষ্টায় প্রতিষ্ঠা লাভ করে। কয়েকবার স্থান পরিবর্তনের পর বিদ্যালয়টি বর্তমান স্থানে স্থাপিত হয়। বিদ্যারয়টি জন্ম লগ্ন হতেই অত্যন্ত সুনামের সহিত শিক্ষাকার্য চলছে, যার ফলশ্রুতিতে বিদ্যালয়টি ১৯৯৫ সালে জেলায় শ্রেষ্ঠ বিদ্যালয়রে সুনাম অর্জন করে এবং পরবর্তীতে উপজেলার একমাত্র মডেল বিদ্যালয় হিসেবে উন্নিত করা হয়।
শিশু শ্রেণী : ৫০ জন,
১ম শ্রেণী: ১৪৭,
২য় শ্রেণী: ১৫৯,
৩য় শ্রেণী: ১৮৪,
৪র্খ শ্রেণী: ১৬৪,
৫ম শ্রেণী: ৯৫ জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা: ৭৯৯ জন
পরিচালনা পরিষদের সভাপতি : মোঃ আকবর আলী
সদস্য সংখ্যা ১২ জন মহিলা সদস্য ৫ জন পুরুষ ৭ জন।
২০০৭ সালে ১০০%,
২০০৮সালে ১০০%,
২০০৯সালে ৯৬%,
২০১০ সালে ১০০%,
২০১১ সালে ১০০%,
পৌরসভার অন্তর্গত হওয়ায় শিক্ষা বৃত্তি নাই
১৯৯৫ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়, প্রাক্তন অনেক ছাত্র সমাজে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত আছে।
উপজেলার একমাত্র শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত করা
জেলা সদর থেকে সড়ক ও রেল পথে উভয় যোগাযোগ ভাল
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস