জমি সংক্রান্ত তথ্যঃ ৩১শতাংশ, দাগ নংঃ ৫৭২, খতিয়ানং-২
মৌজা- চন্দনবাড়ী, উপজেলা- মনোহরদী, জেলা-নরসিংদী।
কাজী চেরাগ আলী নামক জনৈক বিদ্যুৎসাহী ব্যক্তি ১৯৪৫ সালে এই বিদ্যালয়টি স্থাপনের জন্য ৩১ শতাংশ জমি দান করেন। তৎকালীন সময়ে ১৫ জন শিক্ষার্থী নিয়ে কাঁচা ভবনে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল।
প্রথম শ্রেণি- ১৭৯ জন,
দ্বিতীয় শ্রেণি- ১৬৫ জন,
তৃতীয় শ্রেণি- ২১৪ জন,
চতুর্থ শ্রেণি- ২৪৮ জন,
পঞ্চম শ্রেনি- ২০৩ জন,
শিশু শ্রেণি- ৮২ জন
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা-১০৯১ জন
পরিচালনা কমিটির সভাপতি : ডা: শাহাদত হোসেন (অভিভাবক ক্যাটাগরি থেকে নির্বাচিত)
মোট সদস্য সংখ্যা: ১২ জন। কমিটি গঠনের তারিখ ০৯/০২/২০১০, মেয়াদ ৩ বছর।
সাল | ৫ম শ্রেণিরছাত্র/ছাত্রী সংখ্যা | পরীক্ষায় অংশ গ্রহন করী | পাশের হার |
২০০৭ | ১০১ | ১০১ | ১০০% |
২০০৮ | ৯৭ | ৯৭ | ১০০% |
২০০৯ | ১১২ | ১১২ | ১০০% |
২০১০ | ১২৮ | ১২৮ | ১০০% |
২০১১ | ১৬৬ | ১৬৬ | ১০০% |
সাল | পঞ্চম শ্রেণির শিক্ষার্থী | বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন | বৃত্তিপ্রাপ্তি | ||
ট্যালে: | সাধারণ | মোট | |||
২০০৭ | ১০১ | ৩৪ | ১২ | ১৩ | ২৫ |
২০০৮ | ৯৭ | ৪৭ | ১২ | ১৩ | ২৫ |
২০০৯ | ১১২ | ১১২ | ৩৯ | ৮ | ৪৭ |
২০১০ | ১৩০ | ১২৮ | ৪০ | ১০ | ৫০ |
২০১১ | ১৬৯ | ১৬৬ | ফলাফল অপ্রকাশিত |
২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে সম্মমিলিত মেধা তালিকায় ১ম স্থান (সাদিয়া শিকদার)ও ৭ম স্থান (মুন ইসলাম)। ২০১০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সারা দেশে সম্মমিলিত মেধা তালিকায় তৃতীয়, পঞ্চম ও দশম স্থানে দুইজন সহ মোট ৪ জন । ২০১১সালে ৭২ জন শিক্ষার্থী জিপি এ ৫ পেয়েছে।
শিক্ষার্থীর উপস্থিতি শতভাগ নিশ্চিত করণ, যোগ্যতা ভিত্তিক পাঠদানে শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা, শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়ন করা, শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষার উন্মেষ ঘটানো।
মনোরহদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়
মনোহরদী,নরসিংদী।
শ্রেণি | রোলনং | ছাত্র/ছাত্রীর নাম |
১ম | ০১ | শেখ সাদিয়া তাহরিন শেফা |
০২ | ছাবরীনা তাসনীম | |
০৩ | জান্নাতি তাবাস্সুম বিথী | |
২য় | ০১ | তাবাসুম আলম সৈতী |
০২ | প্রেমা আহমেদ হিরা | |
০৩ | সানজিদা ইসলাম হিমা | |
৩য় | ০১ | সাদরুল ইসলাম সিয়াম |
০২ | নাহিয়ান তুবা | |
০৩ | আদিত্য আমিন | |
৪র্থ | ০১ | সাকিলা কামাল কণা |
০২ | মেহেদি হাসান দোলন | |
০৩ | নাফিসা আজমি মীম | |
৫ম | ০১ | আফিয়া আক্তার |
০২ | সাদিয়া রহমান | |
০৩ | তাসরিয়ান নেসা প্রত্যাসা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস