বিদ্যালয়টি নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাড়াচর গ্রামে অবিস্থত।
বিদ্যালয়টির নাম গ্রামের নামানুসারে করা হয়। বিদ্যালয়টি জিনারদী রেল ষ্টেশন থেকে ১.৫ কিলোমিটার দূরে। বিদ্যালয়টি ফলাফল খুব ভাল।
শিশু শ্রেণী- ৪০জন, ১ম শ্রেণী- ১০৭ জন , ২য় শ্রেণী- ১৪৩ জন
৩য় শ্রেণী-১৪২ জন , ৪র্থ শ্রেণী-১৩১ জন , ৫ম শ্রেণী-১২৬ জন
কমিটি গঠনের তারিখ: ৯.০৩.২০১০ খ্রি:
কমিটির সদস্য সংখ্যাঃ ১২ জন সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি রয়েছে।
২০০৭ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৫%
২০০৮ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ৯৪%
২০০৯ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১০ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
২০১১ সালে সমাপনী পরীক্ষার পাশের হারঃ ১০০%
৬৫৬ জন ছাত্র ছাত্রীর মধ্যে সুবিধাভোগীর সংখ্যা ২৯৩ জন।
বিদ্যালয়ে সমাপনী পরীক্ষায় পাশের হার শতভাগ প্রতিবছর বৃত্তিসহ উপজেলা ভিত্তিক মেধা তালিতকায় স্থানস লাভ। এ বছর উপজেলা ভিত্তিক মেধায় ৩ জন স্থান লাভ করেছে।উপস্থিতির হার বৃদ্ধি, ঝড়ে পড়ার হার হ্রাস, শতভাগ ভর্তি।
শতভাগ উপস্থিতি নিশ্চিক করা ঝড়ে পাড়ার হার শূন্যে নিয়ে আশার এবং ছাত্র ছাত্রীদেরকে সু নাগরিক হিসেবে গড়ে তোলা। |
উপজেলা থেকে বিদ্যালয়ে পাকা রাসত্মার যোগাযোগ ব্যবস্থ রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস