০৩ এপ্রিল ২০২৪ তারিখে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে নরসিংদী জেলার পলাশ উপজেলার প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট সেমাই ও ৩ প্যাকেট নুডুলস রয়েছে। এর আগে গত কয়েকদিনে বেলাবো, রায়পুরা, মনোহরদী ও শিবপুর উপজেলায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। নরসিংদী সদর উপজেলাতে আগামী কয়েকদিনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
[লেখা: এ. এইচ. এম. আজিমুল হক, সহকারী কমিশনার (গোপনীয়) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট]
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস