২৯ এপ্রিল ২০২৪ নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে নরসিংদী জেলায় মাদ্রাসা প্রধানদের নিয়ে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অলংকরণ করেন জনাব হাবিবুর রহমান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, ঢাকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত সচিব (মাদ্রাসা), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। সভাপতি তাঁর বক্তব্যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও সঠিক পদ্ধতিতে পাঠদানের ওপর আলোকপাত করেন এবং মাদ্রাসা প্রধানদের উদ্ধুদ্ধ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস