Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আর, এম শাখা

রাজস্ব মুন্সিখানার মাধ্যমে জেলার যাবতীয় সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলাসমূহ বিজ্ঞ জিপি/এজিপি/এলজিপিগণ বিভিন্ন সরকারী দেওয়ানী মামলা পরিচালনা করে বিল দাখিল করেন। উক্ত বিলের টাকা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরিশোধ করা হয়ে থাকে।

নাগরিক সেবা

নাগরিক সেবা

* বিজ্ঞ আদালতের রায়ের প্রেক্ষিতে রেকর্ড সংশোধন এর আদেশ প্রদান।

* নামজারীর জন্য আদেশ প্রদান করা হয়।

- রাজস্ব মুন্সিখানার মাধ্যমে জেলার যাবতীয় সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলাসমূহ বিজ্ঞ জিপি/এজিপি/এলজিপিগণ বিভিন্ন সরকারী দেওয়ানী মামলা পরিচালনা করে বিল দাখিল করেন। উক্ত বিলের টাকা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে পরিশোধ করা হয়ে থাকে।
- নষ্ট স্ট্যাম্পের টাকা ফেরত প্রদান করা হয়।
- সরকারি সম্পত্তির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় সরকারি পক্ষের জন্য প্রমাণাদি সংগ্রহ করে জিপিকে সাহায্য করা।
- মামলার আরজির দফাওয়ারী বিবরণ প্রস্ত্তত করা।
- আবশ্যক ক্ষেত্রে সরকারি স্বার্থ রক্ষার জন্য সিভিল কোর্টে মামলা দায়ের করার ব্যবস্থা করা।
- আবশ্যক ক্ষেত্রে আপীল কেস দায়ের করার ব্যবস্থা করা।
- শাখা সংক্রান্তবিবিধ কার্যক্রম।

 

চলতি প্রকল্পসমূহ

আপাতত চলমান কোন প্রকল্প নেই।


কার্যক্রম

* সরকারী সম্পত্তি সম্পর্কিত দেওয়ানী মোকদ্দমা

পরিচালনা করা।

* সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মোকদ্দমার

এস,এফ সহকারী কমিশনার (ভূমি) গনের নিকট

থেকে সংগ্রহ করে বিজ্ঞ সরকারী কৌশুলী (জি পি/

ভি পি) এর নিকট প্রেরণ করা।

* সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মামলায় সরকার

পক্ষে আপীল মোকদ্দমা দায়ের, মহামান্য

হাইকোর্টে আপীল দায়ের করা।

* বিভিন্ন মোকদ্দমা পরিচালনার নিমিত্ত বিজ্ঞ

সলিসিটরকে তথ্য প্রদান করা।

* সরকারী স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন মামলার নকলের

সার্টিফাইড কপি সংগ্রহ করা ও যথাযথ

কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা।

* দেওয়ানী আদালত হতে পরবর্তী কার্যক্রম গ্রহনার্থে দেওয়ানী মোকদ্দমার তথ্য সংগ্রহ করা ।

* বিজ্ঞ জি,পি অতিরিক্ত জিপি ও বিজ্ঞ এ, জিপি এবং বিজ্ঞ ভি,পি, কৌশুলীকে সরকারী স্বার্থ সংশ্লিষ্ট দেওয়ানী মোকদ্দমার বিভিন্ন বিল


যোগাযোগ

ফোনঃ ০১৭২২৯১৯২৩৫ জেলা প্রশাসকের কার্যালয় , নরসিংদী।