নাগরিক সেবা
ক্রঃ নং বিষয় মন্তব্য/সময়সীমা ১। জেলা প্রশাসক মহোদয়ের মাসিক কর্মসূচি প্রণয়ন। মাসের ৩০ তারিখের মধ্যে ২। পাক্ষিক গোপনীয় প্রতিবেদন ১ম পক্ষঃ মাসের ২০ তারিখ ২য় পক্ষঃ পরবর্তী মাসের ০৫ তারিখ ৩। আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ পাক্ষিক গোপনীয় প্রতিবেদন। ১ম পক্ষঃ মাসের ২০ তারিখ ২য় পক্ষঃ পরবর্তী মাসের ০৫ তারিখ ৪। ত্রৈমাসিক প্রতিবেদন তিন মাস অন্তর অন্তরঃ পরবর্তী মাসের ২য় সপ্তাহের মধ্যে ৫। জেলা প্রশাসক কর্তৃক প্রমাপ অনুযায়ী পরিদর্শন/দর্শন। (মাসে ০৬ টি পরিদর্শন ও ১৫টি দর্শন) পরবর্তী মাসের ০৫ তারিখের মধ্যে ৬। কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) পূর্ববর্তী বছরের এসিআর দাখিল করার সময়সীমাঃ ক) অনুবেদনাধীন কর্মকর্তাঃ ৩১ ডিসেম্বরের মধ্যে খ) অনুবেদনকারী কর্মকর্তাঃ ৩১ জানুয়ারী মধ্যে গ) প্রতিস্বাক্ষরকারী কর্মকর্তাঃ ১৫ মার্চের মধ্যে ৭। জেলা প্রশাসকের ভ্রমণ বিবরণী। পরবর্তী মাসের ০৫ তারিখের মধ্যে ৮। কর্মকর্তা/ কর্মচারীদের বিরুদ্ধে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহন। অভিযোগ পাওয়ার ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে ৯। পুলিশ সুপারের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তি/ আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় আটকাদেশ প্রদান। প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে ১০। জেলা রিভিউ কমিটির সভা। প্রতি মাসে কমপক্ষে একবার ১১। আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন কার্যাদি তাৎক্ষনিক ভাবে ১২। সীমান্ত সংক্রান্ত বিভিন্ন কার্যাদি প্রয়োজন অনুসারে ১৩। জেলা প্রশাসক মহোদয়ের সাথে জনগনের সাক্ষাৎকার পূর্ব নির্ধারিত কর্মসূচী না থাকলে যে কোন সময় যে কেউ সাক্ষাৎ করতে পারেন।
চলতি প্রকল্পসমূহ
কার্যক্রম
১. গোপনীয় প্রতিবেদন তৈরি ২. জেলা প্রশাসক মহোদয়ের এ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থাপনা ৩. মাসিক ও নিয়মিত প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণ ৪. জেলা প্রশাসক মহোদয়ের মাসিক কর্মসূচি প্রণয়ন ৫. কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর)
যোগাযোগ
কক্ষ নং ২১৪ (খ), ২য় তলাজেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস