Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ট্রেজারি শাখা

বিস্তারিত

ট্রেজারী শাখার মূল কাজ সরকারী বিভিন্ন প্রকার স্ট্যাম্প সংগ্রহ,সংরক্ষণ ও বিতরণ বা বিক্রয় করা । এই কাজের পাশাপাশি এই শাখা হতে আরও যেসব কাজ করা হয় বা কাজে সহায়তা করা হয়।


নাগরিক সেবা

জেলা প্রশাসকের কার্যালয়

ট্রেজারী শাখা,নরসিংদী।



কার্যক্রম

সেবা প্রদানের পদ্ধতি

কাজের ধরণ

সেবা প্রদানের সময়

সেবা প্রদানের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীর পদবী

সেবা না পেলে করণীয়

স্ট্যাম্প বিতরণ

চালানের মাধ্যমে ভেন্ডারগণ সোনালী ব্যাংকে টাকা জমা প্রদান পূর্বক চালানের মূল কপি ট্রেজারীতে জমা দেন।

জমাকৃত টাকার বিপরীতে ভেন্ডারদের স্ট্যাম্প সরবরাহ করা হয়।

সঠিক পদ্ধতিতে স্ট্যাম্প সরবরাহ করা ।

প্রতিদিন অফিস চলাকালীন সময়।

ট্রেজারী অফিসার/হিসাব রক্ষক

জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন করতে হবে।

ডাক বিভাগীয় স্ট্যাম্প

ডাক বিভাগীয় স্ট্যাম্প সমূহ পোষ্ট অফিসকে চালানের মাধ্যমে সরবরাহ করণ।

স্ট্যাম্প ভাল ভাবে গণনা করে সরবরাহ।

-ঐ-

-ঐ-

-ঐ-

সার্ভিস ডাক টিকেট

সরকারী/আধাসরকারী অফিস কর্তৃক চালানের মাধ্যমে সোনালী ব্যাংকে টাকা জমা প্রদানের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অফিসকে সার্ভিস ডাক টিকেট সরবরাহ করা হয়।

ভাল ভাবে গণনা করে সরবরাহ।

-ঐ-

-ঐ-

-ঐ-

পরীক্ষা সংক্রান্ত

পাবলিক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ট্রেজারীতে নিরাপদ হেফাজতে সংরক্ষণ ও বিতরণ করা হয়।

বোর্ড/বিশ্ববিদ্যালয়/অন্য কোন পরীক্ষার সময়সূচী অনুযায়ী প্রশ্ন প্রদানের জন্য নির্ধারিত সময়ে ট্রেজারী খোলা রেখে সতর্কতার সহিত প্রশ্ন সরবরাহ করা হয়।

বোর্ড/ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখ ও সময়।

-ঐ-

-ঐ-



অন্যান্য কার্যক্রম

নির্বাচন/অন্যান্য গুরুত্বপুর্ণ সামগ্রী কর্তৃপক্ষের নির্দেশে নিরাপদ হেফাজতে সংরক্ষণ।

গুরুত্বপূর্ণ মালামাল নির্ধারিত রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করে সংরক্ষণ করা হয়।

কর্তৃপক্ষের নির্দেশিত সময়।

-ঐ-

-ঐ-


চলতি প্রকল্পসমূহ

আপাতত এ শাখায় কোন চলতি প্রকল্প নেই।


কার্যক্রম

ট্রেজারী শাখার কার্যক্রম

ট্রেজারী শাখার মূল কাজ সরকারী বিভিন্ন প্রকার স্ট্যাম্প সংগ্রহ,সংরক্ষণ ও বিতরণ বা বিক্রয় করা । এই কাজের পাশাপাশি এই শাখা হতে আরও যেসব কাজ করা হয় বা কাজে সহায়তা করা হয় তা নিম্নে দেওয়া হলো।


কার্যক্রমঃ


(১) বিভিন্ন প্রকার ও মূল্যমানের স্ট্যাম্প সংগ্রহ,সংরক্ষণ ও বিতরণ; যেমন-


স্ট্যাম্পের ধরণ

জুডিশিয়াল

নন জুডিশিয়াল

ডাক বিভাগীয়

অন্যান্য


(১) ইমপ্রেসড কোর্টফি

(২) এডহেসিভ কোর্টফি

(৩) বিশেষ আঠালো স্ট্যাম্প


(১) নন জুডিশিয়াল স্ট্যাম্প

(২) কপিং স্ট্যাম্প

(৩) রেভেনিউ স্ট্যাম্প


(১) সার্ভিস স্ট্যাম্প

(২) সাধারন ডাকটিকেট/ স্মারক ডাকটিকেট


(১) কার্টিজ পেপার


(২) মূল্যবান দ্রব্য,গোপনীয় দলিল প্রভৃতি সংরক্ষণ;

(৩) স্ট্যাম্প ভেন্ডার নিয়োগ ও নিয়োগ বাতিলে সহায়তা;

(৪) অপ্রচলিত বা বাতিল ঘোষিত স্ট্যাম্প বিনষ্ট;

(৫) বিনষ্ট স্ট্যাম্পের মূল্য প্রত্যর্পণে সহায়তা;

(৬) স্ট্যাম্প আইন ভংগের কারণে ফৌজদারী মামলা রুজুকরণে সহায়তা;

(৭) সকল ধরনের পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ ও বিতরণ;

(৮) স্ট্যাম্প রিফান্ড সংক্রান্ত কার্যাদি;

(৯) শাখা পরিদর্শন কাজে সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা;

(১০) নিরাপত্তা কর্মী বা সদস্যদের প্রতি লক্ষ্য রাখা;

(১১) বিভিন্ন তদন্ত কাজে সহায়তা ; এবং

(১২) জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা প্রশাসক প্রদত্ত অন্যান্য কার্যাদি সম্পাদন।


যোগাযোগ

ট্রেজারী শাখা,জেলা প্রশাসকের কার্যালয়,নরসিংদী এর নিচ তলা কক্ষ নং ১৩০।