বিস্তারিত
সি এস/এস এ/আর এস ভলিয়ম/মৌজা ম্যাপ ও অন্যান্য মূল্যবান রেকর্ডপত্র সংরক্ষণ।
সি এস/এস এ/আর এস ভলিয়মের নকল সরবরাহ ও মৌজা ম্যাপ বিক্রয়।
নাগরিক সেবা
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদানের পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
নির্দিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান |
০১। |
সকল প্রকার রেকর্ড সংক্ষণ ও বিনষ্ট করণ |
সকল প্রকার তথা এসএ সিএস ও বিএস রেকর্ড সংরক্ষণ করা হয় এবং জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদন প্রাপ্ত কমিটির মাধ্যমে বিনষ্ট যোগ্য কাগজপত্র বিনষ্ট করা হয়। |
সংশিষ্ট কমিটি কর্তৃক নির্ধারিত তারিখ ও সময় |
------------- |
০২ |
সকল প্রকার রেকর্ড ও সার্টিফাইড কপি সরবরাহ |
জরুরী আবেদনের ক্ষেত্রে ১৬.০০ টাকার এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ৮.০০ টাকার কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হয় । |
সরকারী বিধি মোতাবেক জরুরী আবেদনের ক্ষেত্রে ০৭ (সাত) কার্য দিবস এবং সাধারণ আবেদনের ক্ষেত্রে ০৭ কার্য দিবস সময়ে সরবরাহ করা হয়। রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুর ৩.০০ হতে ৫.০০পর্যন্ত খতিয়ান সরবরাহ করা হয়। |
ভারপ্রাপ্ত কর্মকর্তা রেকর্ডরুম এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেয়া হয়। |
০৩ |
মৌজা ম্যাপ |
সাধারণ আবেদনের ক্ষেত্রে ৮.০০ টাকা কোর্ট ফি দিয়ে দরখাস্ত করতে হবে। |
মৌজা ম্যাপ সরবরাহের ক্ষেত্রে ৩৫০.০০ টাকা চালানের মাধ্যমে ব্যাংক এ জমা চালান প্রাপ্তির ৭ দিনের মধ্যে সরবরাহ করা হয়। |
ঐ |
চলতি প্রকল্পসমূহ
আপাতত চলমান কোন চলতি প্রকল্প নেই।
কার্যক্রম
জেলা রেকর্ডরুমের রক্ষিত বিভিন্ন রেকর্ড পত্রাদির সইমোহর নকল পওয়ার জন্য জেলা প্রশাসকের কাযার্লয়ের ফ্রন্ট ডেস্ক (নিচ তলা) দরখাস্ত প্রতিদিন (ব্রহস্পতিবার বাদে) সকাল ১০.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পযর্ন্ত ভারপ্রাপ্ত কমর্কর্তা আবেদন গ্রহণ করা হয়। আবেদন পত্র প্রাপ্তির পর তাহা আর, আর, ডি,সি জেলা রেকর্ডরুম শাখা কতৃর্ক যাচই-বাছাইপূবক নকলের জন্য গৃহীত হয়।
ক) সাধারণ সময়ে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৭ (সাত) দিনের মধ্যে পেতে চাইলে ঃ আবেদনে কোটর্ফি লাগবে ঃ ০৮ (আট) টাকা।
খ) জরুরী ভিত্তিতে অর্থাৎ আবেদন প্রাপ্তির পরদিন থেকে ০৩ (তিন) দিনের মধ্যে পেতে চাইলে ঃ আবেদনে কোটর্ফি লাগবে ১৬ টাকা।
গ) মৌজা নকশার (ম্যাপ) জন্য সাধারণ আবেদনের ক্ষেত্রে ০৮ টাকা জরুরী আবেদনের ক্ষেত্রে ১৬ টাকার কোটর্ফি দিয়ে আবেদন করতে হয়। আবেদন বিবেচনা করা গেলে নকশা প্রতি ৩৫০ টাকার চালান জমা দিতে হয়। ম্যাপের চালানের ১-৪৬৩৭-০০০১-১২২১ মহাপরিচালক, ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর, তেজগাঁও ঢাকা।
যোগাযোগ
জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস