Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জেলা প্রশাসক নরসিংদী

মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী

(MOHAMMAD RASHED HOSSAIN CHOUDHURY)

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট

মোবাইল: ০১৭৬৬১৮৮২৮৮

ফোন (অফিস): +৮৮০২২২৪৪৫২৫০০

ইমেইল: dcnarsingdi@mopa.gov.bd

ফ্যাক্স: +৮৮০২২২৪৪৫২৫০০

ব্যাচ (বিসিএস): ২৭

বর্তমান কর্মস্থলে যোগদানের তারিখ: ১২-০৯-২০২৪

প্রোফাইল:

মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার কার্তিকখিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মোহাম্মদ হামিদুল হক চৌধুরী ব্যাংকিং ও শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং মাতা হোসনে আরা অবসরপ্রাপ্ত শিক্ষক। তার দুই ভাই ও এক বোন রয়েছে। তার স্ত্রী প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন। তিনি এক সন্তানের জনক। শিক্ষা জীবনে তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ হতে কৃতিত্বের সাথে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ হতে স্নাতক এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রেডিং হতে পাবলিক পলিসিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

তিনি ২০০৮ সালে ২৭ তম বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া ও ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ জেলায় কর্মরত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি ফুলপুর, ময়মনসিংহে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সহকারী নিয়ন্ত্রক হিসেবে সিসিএ কার্যালয়, আইসিটি বিভাগ, সিনিয়র সহকারী সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগে এবং উপসচিব হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন। বিগত ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ হতে তিনি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদী জেলায় দায়িত্ব গ্রহণ করেছেন।

সিভিল সার্ভিসে যোগদানের পর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র হতে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৮ম স্থান অধিকার করেন। বিসিএস প্রশাসন একাডেমি হতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে ২য় স্থান, সার্ভে এবং সেটেলমেন্ট কোর্সে ৩য় স্থান এবং বাজেট ম্যানেজমেন্ট কোর্সে ৫ম স্থান অধিকার করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

তিনি সততা, দায়িত্বশীলিতা এবং জবাবদিহিতার সাথে দেশের কাজে নিয়োজিত থেকে কাজ করতে চান।