ঢাকা-সিলেট মহাসড়ক থেকে প্রায় অর্ধকিলোমিটার পূর্বে নরসিংদী সার্কিট হাউসটি অবস্থিত। ১.৮৮ একর জায়গার উপর প্রতিষ্ঠিত সার্কিট হাউসটির যাত্রা শুরু হয় ১৯৯০ সালে। সার্কিট হাউস কমপ্লেক্স মূলভবনটি উত্তর দিকে অবস্থিত। নীচ তলায় একটি কিচেন রুম, একটি ডাইনিং রুম এবং একটি হল রুম আছে। ডাইনিং রুম লাগোয়া একটি হ্যান্ডওয়াস রুম আছে। হলরুম সংলগ্ন একটি ভিআইপি ওয়াসরুম আছে। তাছাড়া নীচতলার বারান্দার পশ্চিম পাশে আরো একটি ওয়াসরুম আছে। দোতলায় উঠার সিড়িটি ভবনের মাঝামাঝি সহানে অবস্থিত। দোতলায় পশি্চম পাশে তিনটি কক্ষ আছে। তিনটি কক্ষই শীতাতপ নিয়ন্ত্রিত। পশ্চিম দিক থেকে দুইটি কক্ষ ভিভিআইপি কক্ষ হিসেবে পরিচিত। অপর কক্ষটি ভিভিআইপি ডাইনিং হিসেবে ব্যবহৃত হচ্ছে। পূর্বদিকে চারটি কক্ষ রয়েছে। চারটি কক্ষের দুই প্রান্তের কক্ষদুটো শীতাতপ নিয়ন্ত্রিত। প্রতিটি কক্ষেই বাথরুম আছে। সরকার নির্ধারিত হারে এখানে ভাড়া প্রদান সাপেক্ষে এখানে সরকারী-বেসরকারী ভিভিআইপি এবং ভিআইপিগণ অবস্থান করে থাকেন। জেলা প্রশাসক সার্কিট হাউসটির তত্ত্বাবধান করে থাকেন। জেলা প্রশাসকের পক্ষে সরাসরি তত্ত্বাবধান করেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)। সার্কিট হাউসটি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা কর্তৃক পরিচালিত হয়ে থাকে। সার্কিট হাউসের কার্যক্রম ও স্টাফদের দেখভাল করার জন্য একজন সহকারী নাজির (প্রটোকল) রয়েছেন। সার্কিট হাউসের জনবলসমূহ হচ্ছে ০২ জন বেয়ারা, ০২ জন নৈশ প্রহরী, ০১ জন মালি, ০১ জন বাবুর্চি এবং ০১ জন মশালচি।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা |
দায়িত্বপ্রাপ্ত নাজির |
সরাসরি যোগাযোগ |
শিহাব সারার অভী
ফোন: ০২-৯৪৬৩২৯৭
|
মোঃ জহিরুল ইসলাম
|
সার্কিট হাউজ, নরসিংদী
|
আবাসন সুবিধা সংক্রান্ত তথ্যাদি
ক্রমিক নং |
রুম নং |
ভিভিআইপি / ভিআইপি |
এসি |
রুমের আসবাবপত্র |
রুমের অন্যান্য সুবিধা |
মন্তব্য |
০১ |
০১ |
ভিভিআইপি |
এসি |
খাট, সোফা, টিভি, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
গ্রীজার |
সার্কিট হাউসে ৬০ জনের আসন-ব্যবস্থাসহ কনফারেন্স রুম আছে। |
০২ |
০২ |
ভিভিআইপি |
এসি |
খাট, সোফা, টিভি, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
গ্রীজার |
|
০৩ |
০৩ |
ভিভিআইপি |
এসি |
ভিভিআইপি ডাইনিং |
--- |
|
০৪ |
০৪ |
ভিআইপি |
এসি |
খাট, সোফা, টিভি, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
--- |
|
০৫ |
০৫ |
ভিআইপি |
এসি |
খাট, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
--- |
|
০৬ |
০৬ |
ভিআইপি |
এসি |
খাট, সোফা, টিভি, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
- |
|
০৭ |
০৭ |
ভিআইপি |
এসি |
খাট, সোফা, টিভি, ড্রেসিং টেবিল, ওয়্যারড্রোব |
- |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস