দেশের ৬৪টি জেলার মধ্যে ব্যবসা বানিজ্যের ক্ষেত্রে নরসিংদী জেলার একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ঐতিহ্য হচ্ছে তাঁত শিল্প। প্রাচ্যের ম্যানচেস্টার বলে খ্যাত শেখের চর(বাবুর হাট) এ জেলায় অবস্হিত। বাংলাদেশের বস্ত্র চাহিদার প্রায় সিংহভাগ পূরণ হচ্ছে এ বাবুর হাট(শেখেরচর) থেকে।রপ্তানি বাণিজ্যের অনেক শিল্প কারখানা এখানে গড়ে উঠেছে। যথা: থার্মেক্স গ্রুপ, জুয়েল ভুইয়া গ্রুপ, ভাই ভাই গ্রুপ (স্মার্ট লুঙ্গি, আমানত শাহ লুঙ্গি)সহ আরো অনেক প্রতিষ্ঠান।ফলমূল ও সবজি উৎপাদন এবং বিক্রয়ে এ জেলার উল্লেখযোগ্য অবদান রয়েছে।যথা: কলা, লটকন, আনারস, কাঁঠাল, বেগুন, কাকরল, বরবটি, শশা,পেপেঁ ইত্যাদি উল্লেখযোগ্যে। এছাড়া সোনালী আঁশ পাট উৎপাদন ও ক্রয় বিক্রয় প্রতিষ্ঠা্ন এ জেলায় বিদ্যমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস