মেঘনা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম এবং প্রশস্ততম নদী। মেঘনা নদী নরসিংদী জেলাকে করেছে শস্য সমৃদ্ধ। এ জেলার মাছের চাহিদার অনেকটাই পূরণ করে মেঘনা নদী।আমরা Mega কিংবা Megastructure শব্দের সঙ্গে পরিচিত। এই Mega শব্দটি থেকেই বাংলাদেশের মেঘনা নদীর নামটির উদ্ভব হয়েছিল বলে ঐতিহাসিকরা অনুমান করেন । Mega শব্দটি থেকেই মেঘনা শব্দের উদ্ভব। ঐতিহাসিক নীহাররঞ্জন রায় এরকমই অনুমান করেন। Mega অর্থ আমরা জানি-বৃহৎ কিংবা মহৎ। (Mega=Megna=Great)
মেঘনা নদী বাংলাদেশ এর একটি অন্যতম প্রধান নদী। পূর্ব ভারতের পাহাড় থেকে উদ্ভূত মেঘনা নদী সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে চাঁদপুরের কাছে পদ্মা নদীর সাথে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগর এ প্রবাহিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস