সংস্থার নাম ও ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল ও জনবল (স্থানীয়) |
নিবন্ধন প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, নিবন্ধনের নম্বর ও তারিখ |
কর্মএলাকা (উপজেলা ও ইউনিয়ন) |
সংস্থার উপকার ভোগীর সংখ্যা |
চলমান প্রকল্প ও তার সংক্ষিপ্ত বিবরণ (অর্থের উৎস) |
কাজের প্রধান ক্ষেত্রসমূহ |
নরসিংদী জেলায় কার্যক্রম শুরুর তারিখ |
সংস্থার তহবিল এর উৎস |
এ পর্যন্ত সম্পন্ন প্রকল্প |
পল্লী মঙ্গল কর্মসূচী, চিনিশপুর, গ্যাস অফিস রোড, নরসিংদী
মোবাইল: ০১৮৭৭৭০৩০৫১
জনবলঃ মোট ৮ জন |
এমআরএ, নিবন্ধন নং ০০৮৬২-০০৩৮৭-০০৩১২ তারিখ-২৯-০৭-২০০৮ |
উপজেলা-নরসিংদী সদর, পলাশ, শিবপুর
ইউনিয়ন- নরসিংদী সদর, চিনিশপুর, কারারচর, হাজীপুর, নজরপুর, |
১৯০০ |
১) ক্ষুদ্রঋণ, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্রঋণ দ্বারা অসচ্ছল জনগোষ্ঠী কে কর্মসংস্থানের ব্যবস্থা করা, সামাজিক মর্যাদা বৃদ্ধি করা ।
২) স্বাস্থ্য প্রকল্প দ্বারা তাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা , প্রতিষ্ঠানের নিজস্ব ডাক্তার দ্বারা তাদের বিভিন্ন রোগের পরামর্শ প্রদান। |
১) ক্ষুদ্রঋণ ২) স্বাস্থ্য প্রকল্প |
০৭/১০/২০০৬ |
১) নিজস্ব তহবিল ২) ব্যাংক ঋণ ইত্যাদি |
সকল প্রকল্প চলমান |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস