Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা ও কল্যাণ শাখা
Details

শিক্ষা ও কল্যাণ শাখা


Citizen Service

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

০১। পাবলিক পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক

০২। প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা

ক) সব ধরনের পাবলিক পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্ত্ততিমূলক সভা পূর্বক নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়া সুষ্ঠু পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

খ) বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার গভণিংবডি গঠনে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়।

যত দ্রুত সম্ভব

 

০২

ক্রীড়া, সাংস্কৃতিক ও শিল্পকলা একাডেমী বিষয়ক কার্যক্রম

মন্ত্রনালয় হতে চাহিত ক্রীড়া বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত তথ্য জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা হতে সংগ্রহ পূর্বক প্রেরণ এবং শিল্পকলা একাডেমী সুষ্ঠু ব্যবহারে তদারকি ও নির্দেশনা প্রদানসহ নির্ধারিত ফির মাধ্যমে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান

যত দ্রুত সম্ভব

 


Current Project

শিক্ষা ও কল্যাণ


Duties

ক্রমিক নং

কাযাবলীসমূহ

সময়

১।

শিক্ষা সংক্রান্ত সরকারী আদেশ নিদের্শ ইত্যাদি সংরক্ষণ ও কাযর্ক্রমগ্রহণ।

০৩ দিন

২।

স্কুল/কলেজ/মাদ্রাসার সভাপতি মনোনয়ন সংক্রান্ত।

০৭ দিন

৩।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি সংক্রান্ত।

০৪ দিন

৪।

বিভিন্ন পাবলিক পরীক্ষায় গোপনীয় কাগজপত্র বি.জি. প্রেস,ঢাকা থেকে আনয়নের জন্যম্যাজিস্ট্রট নিয়োগকরণ।

১ দিন

৫।

স্কুল/কলেজ/মাদ্রাসার আথির্ক অনিয়ম অভিযোগ সংক্রান্ত বিষয়ে জরুরী ভিত্তিতেতদন্তের জন্য প্রেরণ। গুরতর অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরেপ্রেরণ ।

০৪ দিন

৬।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা

০১ দিন

৭।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদশর্নমতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ/ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ।

০৪ দিন

৮।

বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/কমর্চারীদের বেতন বিল যাচাইক্রমে সভাপতিমহোদয়ের প্রতিস্বাক্ষরের পর বিল অনুমোদন ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানে ফেরৎ প্রদান।

০৫ দিন

৯।

সরকারি স্কুল/কলেজে ভর্র্তি সংক্রান্ত নিদের্শাবলীর প্রেক্ষিতে জরুরী ভিত্তিতেকাযর্ক্রম গ্রহণ।

০৩ দিন

১০।

বৃত্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাযাবলী সম্পাদনা

০৫ দিন

১১।

শিল্পকলা ও শিশু একাডেমী সংক্রান্ত উধ্বর্তন কতৃর্পক্ষের নিদের্শাবলীবাস্তবায়ন

০৭ দিন

১২।

সরকারী কমর্চারীদের সন্তানদের জন্য শিক্ষা বৃত্তির আবেদন ফরম সংগ্রহ ও বিতরণ।

০৭ দিন

১৩।

এস এস সি, এইচ এস সি, ডিগ্রী (পাস/অনার্স), মাস্টার্স পরীক্ষা গ্রহণ সংক্রান্তকাযাবলীএবং এস এস সি, ও এইচ এ সি ফলাফল বিবরণীবিতরণ।

০১ দিন

১৪।

মাদ্রসা শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রন্ত কাযাবলী এবং দাখিল,আলিম, ফাযিল, কামিল পরীক্ষার ফলাফল বিবরণী বিতরণ।

০১ দিন

১৫।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সকল পরীক্ষা গ্রহণ সংক্রান্তকাযাবলী এবং ফলাফল বিবরণী বিতরণ।

০১ দিন

১৬।

গণশিক্ষা বিষয়ক কাযাবলী সম্পাদান।

০৩ দিন

১৭।

খেলাধুলা সংক্রান্ত পত্রের ব্যবস্থা গ্রহণ।

০৪ দিন

১৮।

জনস্বাথে র্সংশ্লিষ্ট গুরুত্বপুণর্পত্র পাওয়া মাত্র জরুরী ভিত্তিতেউপস্থাপনকরণ।

অতি জরুরী-০১ দিন,জরুরী-০২ দিন, সাধারণ-০৩ দিন

১৯।

শিক্ষা সংক্রান্ত যেকোন পরামর্শ প্রদান

তাৎক্ষণিক জটিল ক্ষেত্রে-০২দিন


Contact
শিক্ষা ও কল্যাণ শাখাজেলা প্রশাসকের কার্যালয়,নরসিংদী।
Acting Officer