Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
On the occasion of the historical 7th March Day celebration, tributes were paid to the portrait of Bangabandhu Sheikh Mujibur Rahman, the greatest architect of Bengali independence, the great hero of the great era, the father of the nation, and wreath...
Details

৭ মার্চ ২০২৪ তারিখ 'ঐতিহাসিক ৭ই মার্চ' দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অবস্থিত জয় বাংলা চত্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরাল জাগ্রত জাতিসত্তায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ড. বদিউল আলম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী। পরবর্তীতে তিনি জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক হিসেবে বীর মুক্তিযোদ্ধাগণকে সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 


এরপর সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের নরসিংদীবাসী ক্রমান্বয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।


একই সাথে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মুখস্থ  বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও পুষ্পস্তবক অর্পণ করেন।


পরবর্তীতে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদীতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।


স্বাধীনতা পূর্ব সকল গণআন্দোলনের ধারাবাহিকতায় ৭ই মার্চের স্বতঃস্ফূর্ত, সময়োপযোগী ও সম্মোহনী ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা লাভে উন্মুখ বাঙালি জাতিকে সুকৌশলে স্বাধীনতা অর্জনের পথে একটি সুষ্পষ্ট ও পরিপুর্ণ দিকনির্দেশনা উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে শুধুমাত্র বাঙালি নয় সারা বিশ্বের সকল মুক্তিকামী জনগণের অনুপ্রেরণার অনন্য উৎস হিসেবে অভিহিত করেন।


পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


[লেখা: এ. এইচ. এম. আজিমুল হক, সহকারী কমিশনার (গোপনীয়)]

Attachments
Publish Date
07/03/2024
Archieve Date
07/06/2025