Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
গিরিশ চন্দ্র সেন এর বাড়ি
Location

নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের

Transportation

নরসিংদী জেলার সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নে ভাই গিরিস চন্দ্র সেন এর বাড়ি অবস্থিত। গুলিস্থান অথবা মহাখালী থেকে নরসিংদীর যেকোন গাড়িতে করে পাঁচদনায় এসে নেমে ২ মিনিট হাটলেই গীস চন্দ্রের বাড়িতে যাওয়া যাবে।

Contact

0

Details

গিরিশচন্দ্র সেন (জন্ম: ১৮৩৪ - মৃত্যু: ১৯১০)। ভাই গিরিশচন্দ্র সেন নামে তিনি অধিক পরিচিত। তাঁর প্রধান পরিচয় ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন- এর প্রথম বাংলা অনুবাদক হিসেবে। তখন প্রায় ধর্মগ্রন্থ সম্পর্কে সাধারণ মানুষের ধারণা ছিল যে, মূলভাষা থেকে অনূদিত হলে গ্রন্থটির পবিত্রতা ক্ষুণ্ন হবে। পবিত্র কুরআন সম্পর্কেও এমন ধারণা ছিল। এ কারণে অনেক মুসলিম মনীষী এর বঙ্গানুবাদ করতে সাহস পাননি। গিরিশচন্দ্র সেনই অন্য ধর্মালম্বী হয়েও এই ভয়কে প্রথম জয় করেন। শুধু কুরআন শরীফের অনুবাদ নয় তিনি ইসলাম ধর্ম বিষয়ক অনেক গ্রন্থ অনুবাদ করেন। তিনি ইসলাম ধর্ম নিয়ে অনেক গবেষণাও করেন।